আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে পর্নোগ্রাফি দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

 

কিশোরগঞ্জ সদর উপজেলা চৌদ্দশত বাজারে সবুজ মোবাইল সার্ভিসিং এবং হাসান টেলিকম নামক ০২টি কম্পিউটার দোকান থেকে পর্নোগ্রাফি ব্যবসায় যুক্ত ০২(দুই) জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪
“বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান এর নেতৃত্বে অদ্য ০৯/০৩/২০২১ খ্রিঃ তারিখ অনুমান ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চৌদ্দশত বাজারে সবুজ মোবাইল সার্ভিসিং ও টেলিকম ও হাসান টেলিকম নামক ০২টি কম্পিউটার দোকান থেকে আসামী (১) মোঃ সবুজ মিয়া (২০), পিতা- মোঃ বুলবুল, সাং-চৌদ্দশত (২) ইমদাদুল ইসলাম (২৫), পিতা- মোঃ নিজামউদ্দি, সাং-যশিয়াইল, উভয় থানা ও জেলা- কিশোরগঞ্জদেরকে আটক করে। তাদের হেফাজত হতে কম্পিউটার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চৌদ্দশত বাজারে সবুজ মোবাইল সার্ভিসিং ও টেলিকম ও হাসান টেলিকম নামক ০২টি কম্পিউটার দোকান থেকে অবৈধভাবে সার্ভারের খঅঘ নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, এবং সরবরাহ করে আসছিল
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ