আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রাম পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

আসলাম উদ্দিন আহম্মেদ কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গম চরাঞ্চলের বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কুড়িগ্রাম পুলিশ সুপার।
রোববার বিকেলে উপজেলার ব্রহ্মপুত্র নদী বেষ্টিত হাতিয়া ইউনিয়নের মাঝি পাড়া ও চর গুজিমারীর  গ্রামে,জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সহায়তায়, ২’শ জন বন্যার্ত মানুষের মাঝে জন প্রতি ৫ কেজি চাল,২ কেজি চিড়া,২ কেজি ডাল,২কেজি আটা,২ লিটার তেল , ১ কেজি লবন  বিতরন করেন কুড়িগ্রাম  পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা। এ সময় তিনি শিশু সোনামনিদের মাঝে চকলট ও খেলার জন্য ফুটবল উপহার দেন ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির এর সঞ্চালনায় এসময় এক আলোচনা সভায় পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে, থাকবে।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়,।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা, সহকারী পুলিশ সুপার(রৌমারী সার্কেল) মাহফুজুর রহমান,   চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আতিকুর রহমান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন, এসআই মশিউর রহমান প্রমুখ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ