আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে,কয়েকশত বাড়ি ঘর ভেঙে নদীতে বিলীন

শাফায়েত নূরুলঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদিঘা ধনু নদীর হাওরে বিভিন্ন অসাধু স্টীল বডির বালি খেকোরা স্টীল বডি দিয়ে বালি উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।
এতে কয়কশত বাড়ি ঘর ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে,
এসব বালি খেকোদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ
নিচ্ছে না বলে এলাকায় অভিযোগ পাওয়া যায় । হাওর বাসাীর সূত্রে জানা যায়, নিকলীতে বষার্মৌ সুমে এসব বালি ব্যবসায়ীরা নামে বেনামে অবৈধভাবে স্থানীয় প্রভাবশালী মহলদের ছত্র ছায়ায় থেকে অদৃশ্য সমিতির নাম করে কাগজ বিহীন ভাবে ব্যবসা করে আসছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বালি ব্যবসায়ীর সাথে গত রোববার আলাপ করলে তারা জানান, প্রত্যেক স্টীল বডি মালিকের নিকট থেকে ৬ হাজার
অথবা ৭ হাজার ফুট স্টীল বডি নৌকা বাৎসরিক ৩ থেকে ৪ লক্ষ টাকায় ভাড়া নিয়ে তারা নিকলী ঘোড়াদিঘা হাওর থেকে নিয়ে করিমগঞ্জের এলাঙ্গা ও মিঠামইনসহ বিভিন্ন নদী থেকে ৮০ পয়সা ফুট বালু কাগজ বিহীন ভাবে বালু এনে নিকলী এলাকায়,রোদারপুড্ডা বাজার,নগর ব্রিজ সংলগ্ন দুই পাশ ও অফিস পাড়া, দামপাড়া বাজার, মির্জাপুর,বদরপুর, নানশ্রী বাজার, কামালপুর, আলীয়াপাড়া বাজার, ৪ টাকা অথবা ৫ টাকা ফুট ক্রয় করে আসছে। তারা এসব ব্যবসার ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী মহল ও প্রশাসনকে
ম্যানেজ করে এই ব্যবসাটি প্রতিবছরই এসময় চালিয়ে থাকেন। এই নিয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান জানান,তিনি এই বিষয় আইনগত ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ