আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ পৌরসভার প্রায় ৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

এবার নতুন কোন কর আরোপ বা করের আওতা বাড়ানো ছাড়াই কিশোরগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের প্রায় ৯৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়।

এবারের বাজেটে নতুন কোন কর আরোপ বা করের আওতা বাড়ানো হয়নি; বরং বাড়ানো হয়েছে বেশ কয়েকটি সেবা খাতের পরিধি।

মোঃ পারভেজ মিয়া’র সভাপতিত্বে এবারের কিশোরগঞ্জ পৌরসভার সভাপতি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
এবারের অর্থ বছরে ৯২ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ৬২৭.৭১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন তিনি।
২০২১-২০২২ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৮৩কোটি ০৩ লাখ ৩৮ হাজার ৪০১.৭১ টাকা।
বাজেটের ৯২ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ৬২৭.৭১ টাকার মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২০কোটি ৫১ লাখ ৭৮হাজার ৬৩৭ .৫৪ টাকা। পানি সরবরাহ শাখা থেকে ৪ কোটি ৭৩লাখ ৬৪ হাজার ৫০০০ টাকা এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি ৬২ লাখ ২৬হাজার ৭৬৮.৫১ টাকা।প্রকল্প হিসাব বাবত ৬০কোটি ১২ লাখ ২৫ হাজার ০৭১.৬৬ টাকার,মূলধন বাবত ১কোটি ৯৭ লাখ ৯৮ হাজার ৫০০.০০টাকার
প্রস্তাবিত বাজেট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকির, হিসাব রক্ষণ কর্মকর্তা , মো: জাকির হোসেন , প্যানেল মেয়র মো:আ:গণি মিয়া, পৌরসভার কাউন্সিলর, ইসমাঈল হোসেন ,মো: সুলতান মিয়া,সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা হয়দার চ্যামেলী,মুনতাহার আক্তার শাওন,মাহমুদা বেগমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ