আজ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে পৃথক অভিযানে তিন হত্যা মামলার দুই পলাতক আসামি আটক

কিশোরগঞ্জের তিন হত্যা মামলার দুই পলাতক আসামিকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। আসামি সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধুনগর যশোদল গ্রামের মো: সাহাবুদ্দিনের পুত্র মো: জান্নাতুল ইসলাম (২৩) ও ব্রাহ্মনকান্দি পূর্ব পাড়া গ্রামের হাবিবুর রহমান হাবীবের পুত্র মো: হুমায়ুন (২৬)।
র‍্যাব জানায়, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যশোদল ইউনিয়নের চাঞ্চল্যকর কাদির হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো: জান্নাতুল ইসলামকে এবং ব্রাহ্মনকান্দি পূর্ব পাড়া এলাকা থেকে দুইটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি মো: হুমায়ুনকে কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান এর নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে আটক করে।
র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিজ্ঞ আদালত হতে পরোয়ানা ইস্যুর পর থেকে তারা বিভিন্ন এলাকায় অবস্থান ছিল। পরোয়ানাভূক্ত পলাতক আসামিদের আটক করতে র‍্যাব নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালায়। তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, আসামি জান্নাত ও হুমায়ুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ