আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই,চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ সদরে চেতনানাশক ঔষধ স্প্রে করে ব্যাটারি চালিত অটোরিক্সা (মিশুক) ড্রাইভার মোঃ মামুন মিয়া (২২)কে হাতে পায়ে বেঁধে ছিনতাইকালে পাঁছ চিনতাইকারীর সদস্য গ্রেপ্তার।

গ্রেপ্তাকৃত হলো- ময়মনসিংহের নান্দাইল বরুনাকান্দা এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মো: শিপন মিয়া (২৫), তাড়াইল বোরগাও এলাকার মো. রতন মিয়ার ছেলে
মো: জাহাঙ্গীর আলম (২৫), নান্দাইল মাইজহাটি এলাকার মো. মুসলিম উদ্দিনের ছেলে মো: সিরাজুল ইসলাম (৪২), নান্দাইল কিসমত রসুলপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো.অংকুর মিয়া @ রিপন (২৮), নান্দাইল মোরাগালা এলাকার মৃত ফিরোজ খানের ছেলে মো: শাহীন খান (৩২)।
মঙ্গলবার (১৯) ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে জানান,ভিকটিম মোঃ মামুন মিয়া তার ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত বাজার হতে আসামী মো: শিপন মিয়া ও মো: জাহাঙ্গীর আলমসহ ৩জনকে নিয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের দিকে রওয়ানা হয়। এ সময় তাদের মোটর সাইকেল যোগে অপর একজন আসামী পর্যবেক্ষণ করতে থাকে । পথিমধ্যে আসামীগন অটোচালক মোঃ মামুন মিয়াকে চেতনানাশক ঔষধ কৌশলে খাইয়ে কিশোরগঞ্জ সদর থানাধীন লতিবাবাদ ইউনিয়নস্থ মায়াকানন পার্কের বিপরীত পার্শ্বে পাশে ফেলে রেখে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় । বিষয়টি ঘটনাস্থলের পাশে থাকা সিসি টিভিতে রেকর্ড হয়। সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তাৎক্ষনিক পুলিশ সুপারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে চিনতাইকারী সাথে জড়িত ৫ আসামীকে নান্দাইল থেকে গ্রেপ্তার করেছে।

আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ