আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

হাওরে গোসলে নেমে নিখোঁজ হিমেলের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক তানজিব সারোয়ার হিমেল (৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রীজ এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া তানজিব সারোয়ার হিমেল কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার মো. কামাল মিয়ার ছেলে।
এর আগে বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাসানপুর ব্রীজ এলাকায় গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, হাসানপুর ব্রীজের ঢালে বুধবার (১৩ জুলাই) হিমেলসহ চারজন লোক বেড়াতে আসে।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাদের মধ্যে হিমেল গোসল করতে নদীর পানিতে ডুব দেয়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু ওইদিন তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৪ জুলাই) উদ্ধার অভিযানের এক পর্যায়ে বেলা পৌনে ১১টার দিকে নিখোঁজ হিমেলের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ