আজ ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে।

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’—এ স্লোগান সামনে রেখে আজ (২৯ অক্টোবর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ ইমাম, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান বেলাল,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মাছুমা আক্তারসহ আরও অনেকে অংশ নেন। বেলা ১১টার দিকে পুলিশ লাইনস ড্রিলশেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিকালে পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ হবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ