আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যানযটমুক্ত পরিছন্ন শহর গড়ার ১০ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

 

গাড়ী চলে না, যান চলে না,জান চলে না।কিশোরগঞ্জ শহর হাটেঁও না, নড়েও না। রিকসা,অটো,ভ্যান,মোটরবাইক,প্রাইভেটকার, জিপ,ট্রাক চলে পিঁপড়ার গতিতে। এখানে জীবন অচল,শহর অচল থমকে যায় সবকিছু ।সরু শহর।সড়কে তিল ধারণের ঠাঁই নেই। যানবাহনের জঙ্গল। ময়লা-আবর্জনার স্তুপ। কোথাও কোন শৃঙ্খলা নেই।নিয়ম কানুন নেই।চলার গতি নেই। বলার ভাষা নেই।আইনের বালাই নেই।হর্ণ,বেল,ভেঁপু কানফাটা চিৎকার দিয়ে বলে”মানি না কোন আইন,নিয়ম কানুন শৃঙ্খলা” রাস্তার উপর ভ্রাম্যমান দোখান। ফুটপাত দখল। হাঁটার জায়গা বন্ধ। নির্মান সামগ্রী, পণ্য সামগ্রী দিয়ে রাস্তার উপর ব্যারিকেড। খেয়াল-খুশিমত রাস্তায় মোটরবাইক, অটো-রিকসা পার্কিং।এরা যেন পৌরকতৃপক্ষ ও প্রসাশনের নাকের ডগায়তুড়ি দিয়ে বলে “মানিনা তোদের নিষেধাজ্ঞা,নিষেধাজ্ঞার বুকে একেঁ দেই পদচিহৃ।”

শনিবার(২৩জুলাই) সকাল ১১টায় কালীবাড়ী চত্বরে পরিবেশ রক্ষা মঞ্ঝ পরম এর সভাপতি অধ্যক্ষ শরিফ আহমেদ সাদীর সভাপতিত্বে ১০ দফা আন্দোলনে বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা একাত্বতা প্রকাশ করেন।এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই(নিসচা)সভাপতি মো: ফিরোজ উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শফিক কবীর,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সভাপতি কবি বাধঁন রায়,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল,সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অশোক সরকার,উদিচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন,আমরা সবুজ শরিলচর্চা কেন্দ্রের সভাপতি এম এ হাসান বাবুল,বাপার সদস্য সচিব মো: ফারুকুজ্জামানসহ ১০ দফা দাবি জানান।

১.ফুটপাত ব্যবসা নয়,পথচারিদের।ফুটপাত দখল মুক্ত কর।২.রাস্তায় কোন ভ্রাম্যমাণ দোখান নয়,রাস্তার দখল মুক্ত কর।৩.রাস্তার উপর মটরসাইকেল কিংবা অটোরিকসা পার্কিং চলবে না।৪.শহরে ব্যস্ততম রাস্তায় যএতএ রিকসা-অটো-রিকসা-সিএজি স্ট্যান্ড চলবে না।৫.রাত ৯টা পর্ষন্ত মালামাল লোড-আনলোড করার ট্রাক শহরে প্রবেশ করতে পারবে না্।৬.রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা চলবে না।৭.প্রতিদিন নির্দিষ্ট সময়ে ময়লা-আবর্জনা সরিয়ে নিতে হবে।৮.পানি চলাচলের জন্য সকল ড্রেন পরিস্কার রাখতে হবে।৯.নরসুন্দা নদীতে পয়নিস্কাশন চবে না,নদীকে গতিশীল করার উদ্যোগ গ্রহন করতে হবে ও দখল মুক্ত করতে হবে।সড়ক প্রসস্ত করার মহা-পরিকল্পনা করতে হবে।

উল্রিখিত ১০ দফা দাবির বাস্তবায়িত করার লক্ষে সকল সামাজিক সংগঠন ও সচেতন মহল আন্দোলন করে যাবে বলে জানান।

এসময় সচেতনমহল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ