আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি আলোচনা ও পুরস্কার বিতরণ

আমিনুল হক সাদীঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা ও সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার
বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা মৎস্য দপ্তর। রবিবার সকালে জেলা শহরের হয়বতনগরস্থ মৎস্য ডিপ্লোমা ইনস্ট্রিটিউট অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন জেলা কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার
পাল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আঃ সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার। বক্তব্য রাখেন জেলা মৎস্য দপ্তরের দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক
নার্গিস সুলতানা, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর, সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশিকুর রহমান আশিক,মৎস্য প্রশিক্ষক রুহানুল কাওসার প্রমুখ।
‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মৎস্য দপ্তরের সফল মৎস্য চাষীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। সদরের মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনসুর আলী বলেন, জেলায় কার্প পাবদা-গুলশা মাছ উৎপাদনে শ্রেষ্ঠ
হওয়ায় সফল মৎস্য চাষী হিসেবে আমাকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করায় মৎস্য বিভাগকে ধন্যবাদ জানাই।

কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী বলেন, জাতীয় মৎস্য সপ্তাহে মহিনন্দের সফল মৎস্য চাষী মনসুর আলীকে পুরস্কার প্রদান করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পরে একটি র‌্যালি বের করা হয়। এতে মৎস্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও মৎস্য
চাষীগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ