আজ ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিকলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাফায়েত নুরুলঃ কিশোরগঞ্জের নিকলীতে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলা সদরের মোহরকোনার ভাটিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

মৃত শিশু সুমাইয়া উপজেলার মোহরকোনা ভাটিপাড়া গ্রামের মোঃ হান্নান মিয়ার কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা নিত্যদিনের মতো সকালের খাবার তৈরি কাজে ব্যস্ত ছিলেন। নাস্তা তৈরি শেষে শিশুটির মা সুমাইয়াকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের বাড়িঘরে খুঁজতে থাকেন।
খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে সুমাইয়া কে ভাসমান অবস্থা দেখে তার মা ডাকচিৎকার শুরু করলে এ সময় প্রতিবেশী লোকজন এসে সুমাইয়াকে পানি থেকে উদ্ধার করে। পরে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ