আজ ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক বিতরণ

কিশোরগঞ্জে অসুস্থ ও দুস্থ সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি সাংবাদিকদের উদ্দেশ্যে, শুক্রবার জেলা প্রশাসকের সভা কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদানের চেক জেলা উপজেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিংক মিডিয়ার সাংবাদিকদের হাতে তোলে দেন প্রধান অতিথি। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল এবং সদস্য কুদ্দুস আফ্রাদ। অনুষ্ঠানে জেলার ১৬ জন অসুস্থ ও দুস্থ সাংবাদিককে বিভিন্ন অংকের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ