আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ২৪ শিক্ষার্থী পেল প্রয়াত অজয় রায় শিক্ষা বৃত্তি

শনিবার (১৩ আগষ্ট) সকাল ১১টায় সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের অডিটরিয়ামে কিশোরগঞ্জে প্রয়াত অজয় রায় শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের সহযোগী অধ্যপক মোবারক সুলতানার সভাপতিত্বে বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন। অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা তার বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে সহজভাবে নানান তথ্য তুলে ধরেন।
এসময় শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকারের সঞ্চালনায় বিশিষ্ট নারী নেত্রী মুক্তিযোদ্ধা জয়ন্তী রায় প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

অলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড. নাসিরুদ্দিন ফারুকী,কলেজের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, প্রভাষক ফরিদ আহম্মেদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের কিশোরগঞ্জ শাখার সহ-সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন, প্রভাষক শহিদুল ইসলাম রুবেল,হাবিবুর রহমান মুক্তু, কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সম্মিলিত সামাজিক আন্দোলনের অ্যাডভোকেট আবু তালেব আমান, লুৎফুল কবীর প্রমুখ৷


প্রয়াত অজয় রায় ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে ২৪ জন শিক্ষার্থীরদের হাতে নগদ অর্থ তুলে দেন৷ এসময় সৈয়দ নজরুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ