আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বপ্নের পদ্মা সেতু-সুলেখা আক্তার শান্তা

স্বপ্নের পদ্মা সেতু-সুলেখা আক্তার শান্তা

সাবাস বাঙালি সাবাস নারী
তোমার জয়গান সকলের মুখে।
প্রতিবন্ধকতা ঠেলে হয়েছ সফল
জাতির ভাগ্যাকাশে আশার আলো।
মনে থাকলে দৃঢ়তা শক্তি সব বাধা
বলিষ্ঠ সাহস দিয়ে প্রতিবন্ধকতা
অতিক্রম করবো খুব সহজে।
অবসান হয়েছে বিলম্বিত অপেক্ষার
পার হব সবাই এপার থেকে ওপার।
আজন্মের কষ্ট লাগাম ভোগান্তি হলো দূর।
মহাপ্রতিবন্ধকতা যুগের হবে অবসান
বাংলাদেশে পদ্মা সেতু তারই প্রমাণ।
রোদ বৃষ্টি বন্যা শীত কুয়াশা শত বিপর্যয়
নিশ্চিন্তে পদ্মা সেতুর অবাধ পারাপার।
অনতিকাল পূর্ববর্তীর নেই
পার হতে লাগবে দীর্ঘ সময়।
বাঙালির কাছে দুঃসাধ্য কিছু বলে নাই।
বাংলাদেশ পদ্মা সেতু করে দেখিয়ে দিলো
আমরা ও পারি নিজ অর্থায়নে।
বাংলাদেশের এ জয় নতুন কিছু নয়।
অবাক তাকিয়ে বিশ্ব পদ্মা সেতুর বিস্ময়
বাংলার জয় দেখে অভিভূত প্রশংসায়।
অবসান অনাদিকালের কষ্টের পারাপার
একুশ জেলায় হয়ে ছিল ললাট লিখন।
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সমৃদ্ধি
ভ্রমণ পিপাসুর হয়েছে সুবর্ণ সুযোগ
কৃষক খামারে উৎপাদন ভরপুর গোলা
বাজারজাত হবে প্রসারিত তাবদ বিশ্বজুড়ে।
বিশ্বের উজ্জ্বল নক্ষত্র বাংলার নেত্রী
তোমার মূল শক্তি জাতির অনুপ্রেরণা
পদ্মা সেতু রূপকার জননেত্রী শেখ হাসিনা।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ