আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নিকলীতে নৌ পথে পাঁছ জলদস্যুর গ্রেপ্তার

নিকলী প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীতে গতকাল রোববার বিকেলে বিভিন্ন নৌ পথে চাঁদাবাজির দায়ে ৫ জলদস্যুর কে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,১/ ইমন (২৭), চয়ন আহমেদ জেরিন (২৯),সানি( ২৩),সাব্বির হোসেন (২২), ফজর আলী (২৫)। হাওর বাসীর জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নৌ পথে থেকে চাঁদা নিয়ে আসছে বলে উল্লেখ করেন। নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করেন। এবং পুলিশ তাদের নিকট থেকে ১২০০সহ একটি টলার জব্দ করেন । তারপর গতকাল দুপুরে তাদের কে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ