আজ ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

প্রতিদিন সংবাদ ডেস্ক: কিশোরগঞ্জে মনিপুরঘাট এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মো. রাজিব মিয়া নামে এক মাদক কারবারি আটক করেছে।
শুক্রবার রাত সারে এগারোটা দিকে সদর উপজেলা মনিপুর ঘাট এলাকা থেকে আটক করে।
আটককৃত রাজিব মিয়া সদর উপজেলা করমুলী বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় রাত সারে এগারোটার দিকে মনিপুরঘাট ব্রিজের উপর অভিযান পরিচালনা করে মোঃ রাজিব মিয়া’র হেফাজতে থাকা ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ