আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

কিশোরগঞ্জ,কিশোরগঞ্জঃ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা
কিশোরগঞ্জ জেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ
আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়নতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহায়তায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুস সাত্তার।
কর্মশালা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন,গাইটাল হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মোঃ আবু আদনান, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের
ইনচার্জ কৃষিবিদ ড.মোহাম্মদ আশরাফুল আলম, বিএডিসির উপপরিচালক (বীজ বিপনন) জয়নুল আবেদীন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা তৌফিক আহমেদ খান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার। শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের উধ্যান তত্ত্ববিদ কৃষিবিদ মোঃ আবদুস সালামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইটনা উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহা, কটিয়াদী উপজেলা কৃষি অফিসার মোকসেদুল হক, পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ নূর-ই আলম, চাষী মোঃ আলম মিয়া প্রমুখ।

কর্মশালায় জেলার কৃষি বিভাগের বিসিএস কর্মকর্তাবৃন্দ, উপসহকারী কৃষি অফিসার, জনপ্রতিনিধি, সাংবাদিক ও চাষীগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ