আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীতে ফকির বাড়ী মাদকের স্বর্গরাজ্য

শাফায়েত নূরুল: কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর ফকিরবাড়ীর জামাল মিয়া, কামাল মিয়া, টিয়ালী সহ এলাকার আশে পাশে ইউনিয়ন গুলিতে দীর্ঘদিন ধরে চুলাই মদ, গাজা, ইয়াবা এর সংঘবদ্ধ দলগুলো বিক্রি করে আসছে বলে অভিযোগ উঠেছে এলাকায়।এ বিষয়ে নিকলী প্রশাসনের নেই কোনো ভূমিকা বলে এলাকায় অভিযোগ রয়েছে। জানা যায়, টিয়ালী, জামাল, কামাল সহ এ দলটি প্রশাসনকে ম্যানেজ করে ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘ দিন ধরে। তাদের ভয়ে এলাকার নিরীহ জনসাধারণ মূখ খুলতে ভয় পাচ্ছে। জানা যায়, নিকলী উপজেলার সাবেক ছাত্রলীগের ভূয়া সভাপতি আত্মীয় হওয়ার কারণে ফকিরবাড়ীর লোকজন এ ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।এদিকে গত কয়েক মাস আগে র‌্যাব-১৪ এর একটি চৌকস দল মজলিশপুর তিন রাস্তার মোড় থেকে টিয়ালীর নিকট থেকে ৪০ লিটার চুলাই মদ, কামালের নিকট থেকে ২ কেজি গাজা উদ্বার করার পর কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে নিকলী থানার পুলিশ ।এ চক্রটি এখনও পর্যন্ত মাদক ব্যবসা করে আসছে বলে এলাকাবাসির অভিযোগ রয়েছে।এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফকে বারবার মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ