আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীতে রহস্যজনক এক যুবকের মৃত্যু

শাফায়েত নূরুল: কিশোরগঞ্জের নিকলীতে মাহিন ( ২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ। সোমবার সকালে এস আই জোবায়ের নেতৃত্বে উপজেলা জারইতলা ইউনিয়নের উত্তর জাল্লাবাদের গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে শোভা মাস্টারের ফার্মের পুকুর থেকে উদ্ধার করা হয়। সে নিকলী উপজেলা জারইতলা ইউনিয়নের উত্তর জাল্লাবাদ গ্রামের সওদাগর মিয়া ছেলে। মাহিন (২১) আগামী বৃহস্পতিবার মালয়েশিয়ার যাওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবারের সেই আশা যেন নিরাশায় পরিণত হলো। মাহিন উত্তর জাল্লাবাদের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিক ওরফে শোভা মাষ্টারের মুরগীর ফার্মে চাকুরীরত ছিলেন। গতকাল রোববার তার ২০ দিনের বেতন ৫ হাজার টাকা নিতে আসেন ওই ফার্মের মালিকের নিকট। ফার্মের মালিক মাষ্টার আবু বক্কর সিদ্দিক তার নিকট চাকুরীরত মাহিনকে ফার্ম পরিষ্কার করে টাকা নিয়ে যেতে বলেন। সোমবার সকালে ফার্মের নিচে মাহিন মিয়া (২১) এর ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় এলাকাবাসী। এলাকাবাসী ও তার মা মালা আক্তার দাবী করেন, পাওনা টাকা চাইতে গিয়ে তার ছেলে মাহিনের লাশ শেষ পর্যন্ত দেখতে হলো। তারা বলেন, আবু বক্কর সিদ্দিক মাষ্টার তার ছেলেকে খুন করেছে নাকি রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তা তারা বলতে পারছেন না। তবে ফার্মের পাশে একটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। তবে এই মোবাইলটি কার এখনোও সুষ্পষ্ট নয় বলে এলাকার মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। আবু বক্কর সিদ্দিক মাষ্টার দাবী করেন, ঘটনার সময় তিনি ছিলেন না। এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন। সোমবার দুপুরে মাহিনের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিকলী থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ বলেন, এটি খুন নয়। তবে মাহিন কিছু খেয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ