আজ ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন 

কিশোরগঞ্জে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ পালিত হয়েছে।

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে শনিবার সকালে সরকারী শিশু পরিবার বালিকা হতে একটি র‌্যালি বের করা হয়ে র‌্যলিটি জেলা শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলণ কক্ষে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মস্তোফা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক ডাঃ মুহিউদ্দিন আহম্মেদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান। আলোচক ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ¦ সালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মেহের উদ্দিন, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আঃ রহিম, সাংবাদিক মস্তোফা কামাল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি।
এ সময় সমাজসেবা কার্যালয়ের এডি মোঃ শহীদুল্লাহ্, শাহনাজ পারভীন, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা , স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ