-
- সারাদেশ
- রৌমারী ইউএনও’র গাড়ীর সাথে অটো রিক্সার সংঘর্ষে ৮ জন আহত
- Update Time : অক্টোবর, ৪, ২০২২, ৩:৪৯ অপরাহ্ণ
- 390 View

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবণ আক্তারের গাড়ীর সাথে ব্যাটারী চালিত অটো রিকসার সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহত দুইজনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে ফেরার পথে শৌলমারী-রৌমারী সড়কের বড়াইকান্দি এলাকায় স্প্রীড ব্রেকারে অটো রিকসা নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা হয়। এতে অটো রিকসা চালক সহ অটো রিকসায় থাকা ৭ জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টও আনছার আলী আহত হয়েছে।
আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অটো চালক ফজলুল হক ও ফজল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ