আজ ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

কিশোরগঞ্জ শিল্প পণ্য ও বাণিজ্য মেলা-২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ মেলা উদ্বোধন করা হয়।
ফিতা কেটে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি পুত্র সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের আয়োজনে ও কিশোরগঞ্জ পুনাকের সহযোগীতায় আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজল হোসেন, পৌর মেয়র মাহমুদ পারভেজ।

এ সময় অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন, পরিবহণ মালিক সমিতির সদস্য সচিব শেখ ফরিদ আহমেদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ