আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ বছর পর স্বগতোক্তি-অধ্যক্ষ শরীফ সাদী

ডেস্ক:
ভুল করেছি ভুল করেছি
“মানুষ” হতে ভুল করেছি
রোজগারি পথ খুন করেছি।
অবাধ সুযোগ রোধ করেছি।
প্রিন্সিপালের সুযোগ ছিলো
যাতায়াতের খরচ ছিলো
আপ্যায়নের বিল ছিলো
চাকরি দেয়ার ক্ষেমতা ছিলো
ঠিকাদারদের ভাগ ছিলো
ভাউচারবাজির রাস্তা ছিলো
ভুল করেছি ভুল করেছি
“মানুষ” হতে ভুল করেছি।
এক নারীতেই রয়ে গেছি
সেই বাড়িতেই থেকে গেছি
নেই-গাড়িতেই চড়ে যাচ্ছি
ভুল করেছি ভুল করেছি
“ধনী” হতে ভুল করেছি।
অবসরের বোর্ডে ছিলাম
শিক্ষকদের ভাতা দিলাম
কর্মচারীর পাওনা দিলাম
ক’হাজার কোটি টাকা দিলাম
শতাংশ তো রাখতে পারতাম
মিলিওনেয়ার বনে যেতাম।
আমার অনেক সুযোগ ছিলো
অগাধ টাকার খনি ছিলো।
ভুল করেছি ভুল করেছি
“মানুষ” হতে ভুল করেছি।
ক্ষমতাসীন দলে ছিলাম
বড় মন্ত্রীর কাছে ছিলাম
অনেক নেতার শিষ্য ছিলাম
কিছু নেতার ওস্তাদ ছিলাম
তাদের দেওয়ার হাত ছিলো
নিজের হাতেও সুযোগ ছিলো
ইচ্ছে করলেই চাইতে পারতাম
চাকরি-বাকরি পদোন্নতির
বদলি করার তদ্বিরবাজি
টেণ্ডারবাজি চাঁদাবাজি
অস্ত্রবাজি দখলবাজির
চরিত্রটা ধরতে পারতাম
বিপুল সম্পদ গড়তে পারতাম
না-করে কি ভুল করেছি?
“মানুষ” হতে ভুল করেছি?
সেই ভুলের-ই ঘর করেছি
চিন্তা-মুক্ত কাটিয়েছি
সেবানন্দে বাস করেছি।
যেমন ছিলাম তেমন আছি
ভালোবাসায় জয় করেছি
তাই তো আমি “মানুষ” আছি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ