আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীতে শুশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

শাফায়েত নুরুল: দাম্পত্য কলহের জেরে জামাই শরিফ মিয়া (২৭) শুশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছে।
সোমবার (১০ অক্টোবর) সকাল নয়টার দিকে ফাঁস দেয়া অবস্থায় নিহতের লাশ শুশুর
বাড়ি নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের কাশীপুর গ্রাম থেকে নিকলী থানা পুলিশ উদ্ধার করে।
নিহত শরিফ মিয়া জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন গাঙপাড়া গ্রামের মতি মিয়ার পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত ৪বছর পূর্বে করিমগঞ্জ উপজেলার কিরাটন গাঙপাড়া গ্রামের শরিফ মিয়া বিয়ে করেন নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের কাশীপুর গ্রামের কাজল মিয়ার কণ্যা সুর্বনা আক্তারকে। বিয়ে পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা চলছিন না,প্রায়শই ঝগড়া বিবাদ লেগে থাকতো।

গত শুক্রবার শ্যালকের বিয়ে উপলক্ষে শরিফ মিয়া তার শুশুরবাড়ি কাশীপুরে আসেন। বিয়ের মাঝেও স্বামী শরিফ মিয়া তার স্ত্রী সুর্বনা আক্তারের
মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে শরিফ মিয়া রবিবার রাতের কোন এক সময় ঘরের আড়ার সাথে প্যান্টের বেল্ট পেঁচিয়ে ফাঁস দেন। সোমবার সকাল নয়টার দিকে এলাকাবাসী নিকলী থানা পুলিশকে অবহিত করলে তারা এসে নিহতের লাশ উদ্ধার
করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিকলী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ