আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের আইনজীবীদের অবমূল্যায়ন করায় আদালত বর্জন

 

কিশোরগঞ্জের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ সদর বিচারক সিরাজুল ইসলামের আদালত বর্জন করেন আইনজীবীরা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কোর্ট চলাকালীন সময় বিজ্ঞ সিনিয়র আইনজীবীদের একটি মামলা শুনানি অবস্থায় এক প্রযায়ে বিচারকের সাথে আইনজীবীদের বাকবিতন্ডা শুরু হলে বিচারক আইনজীবীদের অবমূল্যায়ন করায় আইনজীবীরা আদালত বর্জন করেন।
সিনিয়র এডভোকেট জালাল মোহাম্মদ গাউস বলেন দীর্ঘ দিন যাবত আইনজীবীদের সাথে কটুক্তি হেয় প্রতিপন্নতামূলক অশুভন ও অশালীন আচার-আচরণ করেন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত (সদর) বিচারক সিরাজুল ইসলাম।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন বলেন -আামাদের আইনজীবীগন বলেছেন বিজ্ঞ বিচারক আইনজীবীদের সাথে কটুক্তিমূলক অশালীন আচার-আচরণ করেন। আমরা কার্যকরী কমিটির সিদ্ধান্ত একনো হয় নাই। আপাদত আদালতের কার্যক্রম বন্ধ।
বিজ্ঞ সিনিয়র সহকারী বিচারক সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ না করতে পারায়,তার সহকারী(পেশকার)জানতে চাইলে ইফতেখার আহাম্মেদ হিমু বলেন স্যারের সাথে একটু কথা কাটাকাটি হলে স্যার ভিতরে চলে যায়।

বিজ্ঞ বিচারক ও বিজ্ঞ আইনজীবীদের কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হলে,আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করেন।

 

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ