আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্বকী হত্যাকান্ডের বিচারের দাবিতে সুজন’র মানববন্ধন

মোংলা থেকে মোঃ নূর আলমঃ বিচারহীনতার আবর্তে আটকে আছে নারায়নগঞ্জের মেধাবী তরুন ত্বকীর মর্মান্তিক হত্যাকান্ড। আচমকা থেমে যায় বিচার প্রক্রিয়া। আজ পর্যন্ত আদালতে ত্বকী হত্যাকান্ডের অভিযোগপত্র দাখিল হয়নি। সচেতন নাগরিকদের সংগঠন হিসেবে এই অবস্থাকে ”সুজন” মেনে নিতে পারেনা। তাই ত্বকী হত্যাকান্ডের দশম বার্ষিকীতে দাড়িয়ে আমরা ত্বকী হত্যাকান্ডের বিচার দাবি করছি। ৬ মার্চ সোমবার সকালে মোংলার শাহাদাতের মোড়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির আয়োজনে মেধাবী তরুন তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকান্ডের বিচারের দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মানববন্ধনে বক্তারা একথা বলেন।

সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক, মোংলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন নেত্রী ছবি হাজরা, সুষ্মিতা মন্ডল, সুজন নেতা শেখ রাসেল, হাছিব সরদার, মেহেদী হাসান বাবু, আলী আজম, নুহাদ আব্দুল্লাহ, নাঈম প্রমূখ। মানববন্ধনে বক্তারা আরো বলেন শুধুমাত্র ত্বকী হত্যাকান্ডই নয়, ২০১১ সালে সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যাকান্ডের একযুগ পেরিয়ে গেলেও তার অভিযোগপত্র আজও পেশ করা হয়নি। তদন্তকারি কর্মকর্তার পক্ষ থেকে ৯৫বার সময় বাড়িয়ে নেয়া হয়েছে। বিচার প্রক্রিয়ার অগ্রগতি নেই কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যারও। দেশব্যাপী মানবন্ধন কর্মসুচির মধ্য দিয়ে বিরাজমান বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সুজন’র অবস্থান থেকে আমরা সকল হত্যাকান্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং সুবিচার দাবি করছি।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ