আজ ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের স্বাধীনতা দিবস উদযাপিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে ইফার জেলা কার্যালয়ে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইফার জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মহসিন খান। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইফার জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মাও. এনাম বিন ফজলুল হক। ইফার সদর উপজেলার সুপার ভাইজার হাফেজ মাও. মোস্তফা কামালের পরিচালনায় বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার মাও. জসিম উদ্দিন, মডেল কেয়াটেকার হাফেজ মাও. মাসুম বিল্লাহ,কেয়ারটেকার হাফেজ মাও. হুমায়ুন কবীর, ইফার শিক্ষক মাও. ইমরুল হাসান, মো. আমিনুল হক প্রমুখ।

পরে দেশ ও জাতি এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এ সময় ইফার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ