আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বিতীয়বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ কিশোরগঞ্জ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।

শনিবার (২০ মে) জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

এর আগে ২০১৮ সালে জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। এ নিয়ে দ্বিতীয়বার তিনি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন।

মোকাররম হোসেন শোকরানা ২০১২ সালের ৫ মে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে তার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, খেলাধুলা ও সহপাঠ কার্যক্রমে উত্তরোত্তর উন্নতি ও কৃতিত্ব দেখিয়ে আসছে।

এছাড়া ২০১৯ সালের জুলাই মাসে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাশরুমের অধীনে আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড লাভ করে।

এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মোকাররম হোসেন শোকরানা ২০১৬, ২০১৮, ২০২২ এবং চলতি ২০২৩ সালে চার বার কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা জেলার নিকলী উপজেলার গর্বিত সন্তান।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ