আজ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের হোসেনপুরে ১০৫পিস ইয়াবাসহ মো.ওয়াহিদ(৩৭) ও মো. আলআমিন(৩৫) নামে দুই মাদক কারবারি আটক।

গত মঙ্গলবার রাত পৌনে ১২টার সময়
হোসেনপুর থানার পূর্ব দ্বীপেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রয় করার সময় দুই মাদক কারবারিকে আটক করেন পুলিশ।
আটককৃতরা হলেন-মো. ওয়াহিদ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর উত্তর পাইকারপাড়া এলাকার মো. আব্দুল হাই এর ছেলে অপর আসামী মো. আল আমিন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাতালজান এলাকার মো. তারা মিয়ার ছেলে।

হোসেনপুর থানা এস আই সুশান্ত চন্দ্র সরকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে হোসেনপুর থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ