আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৯৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মো. হাসান (৩০)কে আটক করেছে (র‌্যাব)১৪।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দিকে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় একটি মাইক্রোও জব্দ করা হয়।

মাদক কারবারি মো. হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট এলাকার মৃত পিছন মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় আটক হাসানের মাইক্রোবাসে তল্লাশি করে নীল রঙের পলিথিনের উপর খাকি কস্টেপ দিয়ে মোড়ানো ৪৮ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন মোট ৯৯ কেজি ৫০০ গ্রাম। এছাড়া তার কাছ থেকে নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, আটক মো. হাসান দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন বলে স্বীকার করেছেন। আটক হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ