নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জ গনতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভোপেন্দ্র ভৌমিক দোলন গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গনতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (২২জুলাই) বিকেলে খড়মপট্টি সমবায় কমিউনিটি সেন্টারের হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়।
গনতন্ত্রী পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন খান মিল্কির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান,বীর মুক্তিযোদ্ধা এ্যাড.নাসির উদ্দীন ফারুকী, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার,উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিলকিস বেগম,গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হরিপ্রসাদ মিত্র প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গাজী এনায়েতুর রহমানের সঞ্চালনায় কিশোরগঞ্জ জেলা গনতন্ত্রী পার্টির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।