আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ইটনায় নৌকাডুবিতে পিতাপুত্রসহ ৩ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনায় হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনে হাওর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী।

তিনি জানান, সকাল ৮টার দিকে ৪ সদস্যের একটি ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করে। ৯টার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।এর আগে সোমবার (১৩ জুন) বিকেলে এন সহিলা গ্রামের সামনের হাওরে এ দুর্ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার তিনজন হলেন-করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা এলাকার মাসুদ মিয়া (২৫)।

জানা যায়, সোমবার (১৩ জুন) সকালে তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে নৌকায় করে গাছের ডালপালা নিয়ে ইটনা সদর ইউনিয়নের বেতেগার দিকে রওনা দেন সিরাজ, ছেলে ওয়াসিম ও মাসুদ নামের একজন। বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনে হাওরে পৌঁছালে ঝড়ো বাতাস শুরু হয়। এতে ডুবে যায় নৌকাটি।

০১৯১১৫৫৮৭৮৫

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ