আজ ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

এলজিইডি’র সাবেক উপ-সহকারীর বিরোদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৬ জুলাই ২টি অনলাইন নিউজ পোর্টাল, নিউজ সিরাজগঞ্জ (যা নিবন্ধিত নয়) বিডি সমাচার ও সরেজমিন বার্তা পত্রিকায় চৌহালী উপজেলা প্রতিনিধি ইমরুল হাসান শিকদারের পাঠানো তথ্যে চৌহালী এলজিইডি’র সাবেক উপ-সহকারী সহিদুল ইসলাম এর আমলনামা-১ নামে এলজিইডির অধীনে RERMP-3 প্রকল্পে মহিলা কর্মী নিয়োগে‘ লাখ টাকা আত্মসাতের’ শিরোনাম প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন নাগরপুর উপজেলার এলজিইডি অফিসের উপ-সহকারী সহিদুল ইসলাম।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। RERMP-3 প্রকল্পে কর্মী নিয়োগ দেওয়ার ক্ষমতা উপ-সহকারী’র নেই। এই কর্মী নিয়োগ একমাত্র এলজিইডি অফিসের সিও ও উপজেলা প্রকৌশলী’র নেতৃত্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে জানান তিনি।
মোঃ সহিদুল ইসলাম
উপ-সহকারী প্রকৌশলী
এলজিইডি, নাগরপুর, টাংগাইল।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ