আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিতে অবহিতকরণ কর্মশালা

 

স্টাফ রিপোর্টার : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৩জুন) কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়নতে কর্মশালা অনুষ্ঠিত। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আম্মদ সরকারের সভাপতিত্বে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ বিষয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা খামার বাড়ির পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ কাজী আব্দুল মান্নান।
কর্মশালা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প কৃষি স¤প্রসাধরন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ছাইফুল আলম, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড.নির্মল কুমার হালদার,গাইটাল হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আবু আদনান,সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা তৌফিক আহমেদ খান, সদর উপজেলা কৃষি অফিসার মো. জামাল উদ্দিন প্রমুখ।

কর্মশালার সঞ্চালনার দায়িত্ব ছিলেন সদর উপজেলা কৃষি স¤প্রসারন অফিসার আব্দুস সালাম।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ