
ডেস্ক: ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নিবার্চন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্টু নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০ সেপ্টেম্বর, বুধবার দুপুর দুইটা হতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ রুকন উদ্দিন।

সমাবেশে বক্তরা বলেন, আওয়ামীলীগ –বিএনপি কেউ কারো কাছে নিরাপদ নয়, তাই কেউ ক্ষমতা ছেড়ে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছে। কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাবনা, জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া হোক। তাহলেই বর্তমান রাজনৈতিক সংকট নিরসন সম্ভব। বক্তরা আরো বলেন, দলীয় সরকারের অধীন কোন নির্বাচন মেনে নেওয়া হবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ জেলা ও থানার নেতৃবৃন্দ ।