আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে হার পাওয়ার প্রকল্পের কার্যক্রম শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে হার পাওয়ার প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। মংগলবার জেলা শহরের সূরযু বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় ও হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ল্যাবে প্রকল্পের এসব প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রকল্পের সভাপতি সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ,কে,এম আব্দুল কাদির ভূঞা। আলোচক ছিলেন প্রকল্পের সদস্য সচিব সদর উপজেলার সহকারী প্রোগ্রামার মোঃ আশরাফুল খালেক আলমগীর।

উক্ত প্রজেক্টের কোর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন গ্রাফিক্স ডিজাইন মুরাদ আহমেদ। ট্রেইনার হিসাবে আছেন আরাফ,ইমদাদুল হক,আরিফ উল্লাহ, ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ট্রেইনার শাখাওয়াত হোসেন, ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেইনার তাজুল প্রমুখ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ