আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিদিন সংবাদ ডেস্ক : কিশোরগঞ্জে পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল মিয়া (৩১) ও মোঃ রাসেল মিয়া (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামী মোঃ সোহেল মিয়া কিশোরগঞ্জ সদর রশিদাবাদ ইউনিয়নের মোঃ কাইয়ুম মিয়ার ছেলে অপর আসামী মোঃ রাসেল মিয়া কিশোরগঞ্জ সদর বড়খাপন দক্ষিণপাড়া এলাকার মোঃ হাদিস মিয়া ছেলে।

গতকাল রাতে কিশোরগঞ্জ সদর রশিদাবাদ ও বড়খাপন দক্ষিণপাড়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই মোঃ মাহমুদুল হাসান মারুফ ও নূর-মোহাম্মদ গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর রশিদাবাদ ও নীলগঞ্জের হাজিরগল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহেল মিয়ার কাছ থেকে ২০০ পিস ও মোঃ হাদিস মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ০২টি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ