আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৫ মামলায় সাজাপ্রাপ্ত ও ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :কিশোরগঞ্জে ১৩টি মামলার ওয়ারেন্টভুক্ত ও ৫টি মামলায় সাজাপ্রাপ্ত আসামী সৈয়দ আলী আনসার জিহাদ (৫০)

কে গ্রেফতার করেছে পুলিশ।
আসামী সৈয়দ আলী আনসার কিশোরগঞ্জ পৌরসভার চরশোলাকিয়া ৪নং ওয়ার্ডের সাহেব বাড়ী এলাকার মৃত সৈয়দ আলী বাকারের ছেলে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,বৃহস্পতিবার রাতে সদর থানার পুলিশ ও ডিবির যৌথ অভিযানে কিশোরগঞ্জ সদর হয়বত নগর এলাকা হতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ৫ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ও ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ আলী আনসার জিহাদকে গ্রেফতার করা হয়।

আসামী গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পলাতক ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহামদ দাউদ জানান, আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ