আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে দিনব্যাপী জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি : “সকলের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা” স্লোগানে কিশোরগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে র‌্যালি, আলোচনা, সম্মাননা, জেলা ইউনিটের নতুন কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এসব র‌্যালি, আলোচনা, সম্মাননা প্রদান, জেলা ইউনিটের নতুন কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের চেতনায় ও স্বাধীনতার পক্ষের প্রতিষ্ঠান জাতীয় সাংবাদিক সংস্থা ‘র ৪৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চ্যানেল আই’এর জয়েন্ট নিউজ এডিটর হাফসা হোসাইন।
জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসাইন, আওয়ামী লীগ নেতা সাকাউদ্দিন আহমেদ রাজন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো : রফিকুল ইসলাম, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জেলা ইউনিটের উপদেষ্টা ডা. এম এ হালিম তালুকদার, ব্যাংকার মোতাহার হোসেন, করিমগঞ্জ ইউনিটের উপদেষ্টা শেখ আবুল মনসুর লনু প্রমূখ।
জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নতুন কমিটির সভাপতি মো: শফিক কবীর, সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জান, সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, সদর ইউনিটের সভাপতি শামসুল মালেক চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক পুলক কিশোর গুপ্ত, করিমগঞ্জ উপজেলা ইউনিটের সভাপতি হাবিবুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক সারোয়ার জাহানসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন এবং চলমান সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদ ও সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানান।
আলোচনা সভা শেষে নারী সাংবাদিকতার প্রতিকৃতিতে বিশেষ অবদান রাখায় কিশোরগঞ্জের কৃতি সন্তান অনুষ্ঠানের প্রধান অতিথি হাফসা হোসাইন, প্রবীণ সাংবাদিক এম এ রশিদ ভুইয়া ও সকল প্রতিকূলতা উপেক্ষা করে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মো: রফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

স্মারক প্রদান শেষে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সভাপতির সমাপনী বক্তব্যে সমাপ্ত ঘোষণা করা হয়।
পরে সন্ধ্যায় জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ