আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কিশোরগঞ্জ প্রতিনিধি :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের আয়োজনে রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে মহিনন্দ উচ্চবিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী, সহ সভাপতি এনামুল হক বাবুল,সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসাইন, সদস্য রাফি, প্রমুখ।

এদিকে মহিনন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া জানান, প্রত্যুষে আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরি করেশহীদ মিনারের বেদীতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এছাড়াও যুব উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান যথাযথভাবে দিবসটি উদযাপিত করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ