আজ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে কিশোরগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত 

“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
শনিবার(১লা জুন) সকাল সাড়ে ১০ টায় প্রাণিসম্পদ অফিসের আয়োজনে  জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্দিষ্ট স্থানে এসে শেষ হয় । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবাস চন্দ্র পন্ডিতের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক মহুয়া মমতাজ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামার, চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান , জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ বিভিন্ন উপজেলার খামারিগন ও প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মেধাবী প্রজন্ম গড়তে হলে তাদের পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে। আর পুষ্টির চাহিদা নিশ্চিতে দুধপানের কোন বিকল্প নেই। দুধে মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে শোষণযোগ্য ক্যালসিয়াম এবং আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ, চর্বিসহ অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। শেষে জেলা প্রশাসক  ও জেলা প্রাণী সম্পদ অফিসারের নেতৃত্বে বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি শিশু সদনে শিশুদে মাঝে বিনামুল্যে দুধ বিতরণ করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ