স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদীর বাসস্ট্যান্ড এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় এক হেলপার নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
একটি সবজি বহনকারী ট্রাক অন্য আরেকটি রড বহনকারী ট্রাকের পিছনে ধাক্কা দিলে সবজি ভর্তি সেই ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়, তখন ঐ ট্রাকে আটকা পরে মারা যায় হেলপার।
নিহত হেলপারের নাম মো. নাঈম মিয়া (২৭), তার বাড়ি ঝিনাইদ জেলা সদরে বলে যানা গেছে।
স্থানীয় ও সবজি বহনকারী ট্রাক চালক সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দুটি ট্রাক একটি অন্যটির পেছনে কিশোরগঞ্জের দিকে আসছিল। পেছনের সবজিবাহী ট্রাকের চালক ঘুমিয়ে পরায় সামনের রডবাহী ট্রাকে স্বজোড়ে গিয়ে ধাক্কা দিলে পেছনের ট্রাকটিই দুমড়ে মুচড়ে যায় ও ট্রাকে থাকা হেলপার গাড়ির ভিতরেই আটকা পরে নিহত হয়।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুটি ট্রাকেই কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পেছনের সবজিবাহী ট্রাকের চালক ঘুমে আচ্ছন্ন হয়ে সামনের রডবাহী ট্রাকে গিয়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।