আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

 কিশোরগঞ্জের শিক্ষক জুনায়েদ গুলিবিদ্ধ হয়ে এখন পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ প্রতিনিধি ;ঢাকার যাত্রাবাড়ীতে সংঘর্ষ চলাকালে পায়ে গুলিবিদ্ধ হয়ে কিশোরগঞ্জের হাফেজ মাও.জুনায়েদ আহমদ এখন পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।  সংসারের একমাত্র উপার্জনশীল ছেলের সামান্য বেতনের উপর চলতো পুরা পরিবার। আর সেই ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পরিবারে হতাশা নেমে এসেছে। আজ বুধবার সকালে প্রতিবেদক জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে গেলে আহতের প্রতিবন্ধী পিতা হাবিবুর রহমান ও অসুস্থ মাতা হাসিনা খাতুন ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চিন্তিত ও উদ্ধিগ্ন দেখা যায়।  তারা জানান দু বোনের ও এক ভাইয়ের সংসারের খরচ চালাতেন সে। একটি কওমী মাদরাসার শিক্ষক হিসেবে যে সামান্য টাকা পেতেন তা দিয়েই চলে তাদের ৫ সদস্যার পরিবার। এখন ছেলে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু  হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসার খরচ ও সংসারের খরচ কিভাবে চালাবেন তা নিয়েই চিন্তিত ।  বাবা হাবিবুর রহমান বলেন, আমি এমনিতেই একজন শারিরিক প্রতিবন্ধী আমার স্ত্রীও গুরুতর অসুস্থ। এই অবস্থায় ছেলের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছি। ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের  সহযোগীতা কামনা করেছেন তিনি।
আহতের চাচা শফিকুল ইসলাম বলেন,আমার ভাতিজা গতকাল ৫ আগষ্ট মাদরাসা থেকে বের হয়ে যাত্রাবাড়ি যাওয়ার সময়ে গুলিবৃদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এখন সে ঢাকা পংগু হাসপাতালে  চিকিৎসাধীন আছেন,তার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সহযোগীতা ও সকলের কাছে দোয়া চাই।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ