স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা বালুবাহী ট্রাক্টর চাপায় একজন সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পলাতক রয়েছে ট্রাক চালক। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার, ১৯ অগাস্ট সকাল সাড়ে দশটায় পাটুয়াভাঙ্গা ভিটিপাড়া আলতু শাহ মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এমাদাদুল হক (৪৫) পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের মৃত আ. আউয়াল মুন্সীর ছেলে।
জানা যায়, সকালে ব্যক্তিগত কাজে বাই-সাইকেল চালিয়ে দরগা বাজারে যাচ্ছিলেন এমদাদুল, প্রতিমধ্যে বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
আহুতিয়া তদন্তের কেন্দ্রের ইনচার্জ জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে প্রয়োজনীয় পদক্ষেপের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।