আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনা টিকিটে রেল ভ্রমণ, অনুতপ্ত হয়ে দশ হাজার টাকা প্রধান

কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে ভ্রমণে অনুতপ্ত হয়ে ৯ হাজার ৯৯০ টাকা রেলওয়ে কোষাগারে জমা দিয়েছেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি।

শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী সোহাগ মিয়ার কাছে ওই টাকা জমা দেন তার এক প্রতিনিধি।
টাকা জমা দেওয়ার পর তিনি জানান, আরও টাকা নিয়ে আসবো। তখন পরিচয় প্রকাশ করবেন।
এ বিষয়ে সোহাগ মিয়া বলেন, রাত ৯টার দিকে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি রুমে প্রবেশ করেন। অনেক দিন বিনা টিকেটে রেল ভ্রমণ করেছেন উল্লেখ করে তিনি এর মাশুল জমা দিতে চান। পরে তিনি ৯ হাজার ৯৯০ টাকা জমা করেন।
মূলত ধর্মীয় অনুভূতি থেকে তার এ সিদ্ধান্ত। রেলওয়ের যে ক্ষতি তিনি করেছেন তার জন্য টাকা জমা দিয়ে সে দায় থেকে মুক্ত হতে চান। তার এ উদারতা দেখে অন্য যাত্রীদেরও বিনা টিকেটে রেল ভ্রমণের প্রবণতা কমবে আসবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ