আজ ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কিশোরগঞ্জে শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ শে জানুয়ারী) দুপুরে কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিঃ এর প্রাঙ্গণে আন্তর্জাতিক ক্রীড়াবিদ সুবল চন্দ্র সরকারের আয়োজনে প্রাইমারি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা কলম ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি শতাব্দী কন্ঠের সম্পাদক আহমেদ উল্লা, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক রবীন্দ্রনাথ চৌধুরী, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আজিজুর রহমান দুলাল, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামছুল ইসলাম শাহীন বক্তব্য রাখেন।
আলোচনা শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


অনুষ্ঠান সঞ্চালনা করেন জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা অঞ্জলি।
এ সময় শিক্ষার্থী-অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ