আজ ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় নিসচা’র উদ্যোগে বাস-ট্রাক চালকদের মধ্যে মোবাইল হোল্ডার বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বাস-ট্রাক চালকদের মধ্যে মোবাইল হোল্ডার বিতরণ করা হয়েছে। গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা না বলে হোল্ডারে রাখতে হবে এবং চালকের সহকারি জরুরি ফোন এলে তা চালককে অবহিত করবেন। এভাবেই গাড়ি চালানোর সময় চালকদের মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে বাস ও ট্রাক চালকদের মধ্যে মোবাইল হোল্ডার বিতরণ করে নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখা। জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মানিক আকবরের নেতৃত্বে কমিটির সাধারণ সম্পাদক হোসেন জাকির, কামরুজ্জামান সেলিম, বিপ্লব হোসেন, শেখ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সড়কে চলাচলকারি বাস ও ট্রাক চালকদের হাতে মোবাইল হোল্ডার তুলে দিয়ে কেমন করে তা ব্যবহার করতে হবে তা বোঝানো হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর চালকদের উদ্দেশ্যে বলেন, দূর্ঘটনার অন্যতম একটি কারণ গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা। গাড়ি চালানোর সময় মোবাইলফোন থেকে দূরে থাকতে হবে। ফোন থাকবে ফোন হোল্ডারে। জরুরি ফোন এলে চালকের সহকারি তা চালককে অবহিত করবেন।
সাধারণ সম্পাদক হোসেন জাকির বলেন, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মাসব্যাপি নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সচেতনামুলক লিফলেট বিতরণ, মোবাইল হোল্ডার বিতরণ, হেলমেট বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সড়কে নিরাপদে চলাচলের পরামর্শ, আলোচনা সভা ও সেমিনার।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ