জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়নে তিশরা পাড়ায় গ্রামবাসীর দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৬ জন৷ শুক্রবার ৪ অক্টোবর দুপুর বারোটা নাগাদ এ ঘটনা ঘটে। ঘটনানায় এক পক্ষের ৪ জন আহত হন অন্য পক্ষের ২ জন আহত হন। আহতরা হলেন বিএনপির তৃর্ষাপাড়ার গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মোঃ আব্দুল হান্নান তিনি কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এঘটনায় তার স্ত্রী মোরশেদা খাতুন ও আহত হন এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। অপর পক্ষ তিশরা পাড়ার গ্রামের মৃত আঃ করিম মোল্লার ছেলে মোঃ আবুবক্কর সিদ্দিক তার ভাই মোঃ বাবলু মোল্লা ও বোন মঞ্জুয়ারা আহত হন এবং তাদের চাচাত ভাই মোঃ সাত্তার মোল্লার ছেলে নূর ইসলাম আহত হন৷
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আহত আব্দুল হান্নান বলেন প্রতিপক্ষ তার ছেলেকে বলেন তোর বাবার পা আজ হলে ও কেটে নিব কাল হলেও কেটে নিব তার ছেলে প্রতিবাদ করলে তাকে মার ধর করে৷ আমি ছেলেকে আগাইতে আসলে আমাকেও মেরে আহত করেন।