আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশােরগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি নাছিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী

কিশােরগঞ্জ প্রতিনিধি : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয় ১৯৬৬ সালের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কিশােরগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, সংবিধান অনুযায়ী গঠিত কিশােরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্য পদত্যাগ করায় নবগঠিত এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
রবিবার রাতে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ক্লাবের আহবায়ক এড.এবিএম লুৎফর রাশিদ রানা সাক্ষরিত অনুমাদিত ১৫ সদস্যবিশিষ্ট কমিটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কমিটি প্রকাশের পরপরই জেলার বিভিন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যাক্তিবর্গ নব গঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
নবগঠিত কার্যকরি কমিটিতে বাংলাভিশনর জেলা প্রতিনিধি এ কে নাছিম খান সভাপতি, সহসভাপতি অ্যাডভােকেট শেখ মাসুদ ইকবাল (দৈনিক আমাদের সময়), সহসভাপতি (সহযাগী) অ্যাড.আহসানুল মােজাক্কির, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী (এটিএন বাংলা), সহসাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সােহেল (জিটিভি), কােষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি (ইউএনবি), সাংবাদিক সদস্য আল আক্কিল মােকাররম, শামসুল আলম সেলিম (দৈনিক সংগ্রাম), মােকাররম হােসেন ভূঞা (দৈনিক ভােরের ডাক),শাহ আশরাফ উদ্দিন দুলাল (আবাস), আমিনুল হক সাদী (দৈনিক ঢাকা টাইমস), কাউছার আহমেদ টিটু (আনদ টিভি), সদস্য (সহযাগী) অ্যাড.অনামিকা রােজী, মাে: নুরুজ্জামান, সদস্য (আজীবন) শিক্ষক মােহাম্মদ আলী।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ