কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, সাঈদ আহনাফ খান, কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল (উত্তরাঞ্চল), কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবির (উত্তরাঞ্চল),কেন্দ্রীয় সদস্য দিদার শাহ সহ কিশোরগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা কিশোরগঞ্জ শহরের প্রধান সড়কে পথসভা ও লিফটেট বিতরণ করে।
শহরের বটতলা থেকে শুরু করে, কালীবাড়ী মোড়, শহীদ রুবেল চত্ত্বর, থানা রোড, গৌরাঙ্গ বাজার, ইসলামীয়া সুপার মার্কেট ও পুরানথানায় পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার ,স্বাস্থ্য সেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করে।
পথসভায় বক্তব্যে নেতাকর্মীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মানে ইনসাফ পূর্ণ নতুন বাংলাদেশ গড়তে কলেজ-বিশ্ববিদ্যালয় তরুন নেতৃত্ব, ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, মাদরাসা আলেম উলামা সকলের অংশগ্রহণে জবাবদিহী মূলক একটা রাষ্টগঠনে এনসিপি আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছে। ইনসাফ পূর্ণ রাষ্ট্রগঠনে আসুন একসাথে কাজ করি।